মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে ৩ নারী মাদক ব্যবসায়ীকে কারাদন্ড

টাঙ্গাইলে ৩ নারী মাদক ব্যবসায়ীকে কারাদন্ড

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে ৩ নারী মাদক ব্যবসায়ীকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর করিম এবং নুজহাত তাসনীম আওন এ দন্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া বাজার এলাকার মৃত গোলাম নবীর স্ত্রী পুথি রবিদাস (৪০), একই এলাকার মৃত মনিলাল রবিদাসের স্ত্রী বিডু রবিদাস (৫৫) এবং মৃত শুবল রবিদাসের স্ত্রী শান্তি রবিদাস (৩০)।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর করিম বলেন, মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় দেশীয় তৈরি ৯ লিটার মদ উদ্ধার করা হয়। পরে তাদের প্রত্যেককেই মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ২২(ঘ) ধারায় ২ বছর করে সশ্রম কারাদ- দেয়া হয়।

অভিযানে সহযোগীতা করেন টাঙ্গাইল র‌্যাব-১২ এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সদস্যরা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -