সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ৫০ কেজি গাঁজাসহ আটক ২

টাঙ্গাইলে ৫০ কেজি গাঁজাসহ আটক ২

নিউজ টাঙ্গাইল ডেস্ক:

টাঙ্গাইলে ৫০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ।

বুধবার রাতে সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস থেকে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছে ডিবি পুলিশ।

আটক দুইজন হলেন- নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বারুদী বাজারের মিরচীপাড়া গ্রামের গৌরাঙ্গ মালির ছেলে  রিপন মালি এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মুসলিমবাদ গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে টিপু মিয়া।

টাঙ্গাইল গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক কুমার সিংহ পিপিএম জানান, বুধবার রাত ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাসের শালবন হোটেলের সামনে থেকে ৫০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ দুইজনকে আটক করা হয়। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -