নিজস্ব প্রতিনিধি : ‘চেতনার জাগরণে বই’এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল জেলা প্রশাসণের আয়োজনে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে সাত দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে এ বইমেলা উদ্বোধন করা হয়।
টাঙ্গাইল জেলা প্রশাসণ শহীদুল ইসলাম’র সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদের সচিব জনাব মোঃ শফিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বইমেলা উদ্বোধন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আব্দুল মান্নান ইলিয়াস, টাঙ্গাইল পুলিশ সুপার (বিপিএম) সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, বিশিষ্ট কবি ও মুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহ-সভাপতি খান মাহবুবসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।