নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হাসানের উপর হামলার প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগের একাংশ।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে টাঙ্গাইল পৌর শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ করে প্রতিবাদ সভা করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল শহর ছাত্রলীগের সভাপতি মীর ওয়াছেদুল হক তানজীল, সখীপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাসেল আলম মামুন, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম হৃদয়, সখীপুর শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান, এলেঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক মিজান, ঘাটাইল পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি তপু চন্দ্র ঘোষ, টাঙ্গাইল টেক্সাইল ইন্সটিউটের সভাপতি আকাশ আহমেদ সূর্য, সাধারণ সম্পাদক মীর আজিজ, টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক মুক্তার দুর্জয়, ভ‚ঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজের সভাপতি হায়দার আলী, ভ‚ঞাপুর শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চকদার প্রমুখ।
টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হাসান বলেন, জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি ভাই কারাগারে যাওয়ার আগে আমাকে প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন। সোমবার সন্ধ্যায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গেলে বড় মনি ভাইয়ের কয়েকজন অনুসারী আমার উপর হামলা করে। জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে কথা বলে আমি আইনের আশ্রয় নেব।
টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি বলেন, আমি পাঁচ মাসের উপরে কারাগারে ছিলাম। ইলিয়াসকে কখনও হুমকি দেয়নি। সোমবার আমি ভূঞাপুরে ছিলাম। একটি কুচক্রমহল আমাকে মিথ্যা মামলা দিয়ে কারাভোগ করিয়েছে, তারাই আবার আমার বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু করছে। ইলিয়াসের এমন অভিযোগের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।