Site icon News Tangail

টাঙ্গাইল জেলা পুলিশের সম্প্রীতি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: ‘সম্প্রীতির ঐকতানে গাহী সাম্যের গান’ এই প্রতিপাদ্যকে সামনে টাঙ্গাইল জেলার সকল ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা পুলিশের এক সম্প্রীতি র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে জেলা পুলিশ
লাইনসের মাল্টিপারপাস শেডে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এরআগে জেলা সদরের হেলিপ্যাড থেকে একটি সম্প্রীতি র‌্যালী বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পুলিশের মাল্টিপারপাস শেডে সমাবেশে আসে। পরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এ সময় টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরফুডিদ্দন।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- টাঙ্গাইল ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা ও দায়রা জজ আদালতের পিপি মো. শফিকুল ইসলাম রিপন, জেলা হিন্দু কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক রমেশ চন্দ্র সরকার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাধন চন্দ্র চক্রবর্তী, জেলা পুজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চিত্ত রঞ্জন সরকার, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ, টাঙ্গাইল জেলা ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জন জেৎরা, হিন্দু ধর্মীয় কল্যাণ বোর্ডের ট্রাস্টি শ্যামল হোড় প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version