নিজস্ব প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের টাঙ্গাইলের অংশে প্রায় ১৫ কিমি যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার ভোর থেকে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত এ যানজটের সৃষ্ট হয়েছে। এতে এই অংশের রাস্তা পারি দিতে দিগুনের বেশী সময় লেগে যাচ্ছে। এ কারণে দুর্ভোগে পড়েছেন ঘরমুখো সাধারণ যাত্রী ও চালকরা। তবে মহাসড়কে যানজট নিরসনে পুলিশ কাজ করছেন।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ২ টার দিকে বঙ্গবন্ধু সেতু এলাকায় দুটি সড়ক দুর্ঘটনা ঘটে । এ ঘটনায় কেউ হতাহত হয়নি । তবে মহাসড়কের দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে নিতে একটু দেরি হওয়ায় এই যানজটের সৃষ্টি হয় ।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন বলেন, পর পর দুটি সড়ক দুর্ঘটনার ফলে মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে । আশা করছি দ্রুতই যানবাহন চলাচল স্বাভাবিক হবে ।