শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাইল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাপসা’র নেতৃত্বে আবারও সোহরাব-খোরশেদ

টাঙ্গাইল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাপসা’র নেতৃত্বে আবারও সোহরাব-খোরশেদ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা’র) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সোহরাব আলী।

এছাড়াও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. খোরশেদ আলম। আগামী তিন বছর এই নতুন কমিটি দায়িত্ব পালন করবেন।

শনিবার (২ মার্চ) দুপুরে জেলা বাপসা’র কার্যালয়ে সাধারণ সভা শেষে সর্বসম্মতিতে নির্বাচন কমিশন গঠন করা হয়।

সভায় মো. আজিজকে প্রধান নির্বাচন কমিশনার, মো. মহিউদ্দিনকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়।

এছাড়া হুমায়ুন কবীর, মো. আনিছুর রহমান, মো. হারুন অর রশিদ, দেওয়ান আ. মজনু, মো. সোনা মিয়াকে কমিশনের সদস্য করা হয়।

এ সভায় কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় মো. আইয়ুব আলী কোষাধ্যক্ষ ও মাহবুবুর রহমান সুজন সাংগঠনিক সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা হয়।

আগামী ২১ দিনের মধ্যে পুননির্বাচিতদেরকে পূর্ণাঙ্গ কমিটির গঠন করার জন্য নির্বাচন কমিশন সুপারিশ করে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -