শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাইল মাতাতে আসছেন ব্যান্ড শিল্পী আঁখি আলমগীর, জেমস, সালমা ও রিংকু

টাঙ্গাইল মাতাতে আসছেন ব্যান্ড শিল্পী আঁখি আলমগীর, জেমস, সালমা ও রিংকু

বিনোদন ডেস্কঃ  নগর বাউল জেমস। শুধু বাংলাদেশ নয়, দেশের বাইরেও অসংখ্য শ্রোতা গুরু বলে একনামে চেনেন তাকে। স্টেজে নগর বাউল মানে সেই হৈ হৈ কান্ড-রৈ রৈ ব্যাপার, পাগলা হাওয়ার মধ্য দিয়ে তার লাখো ভক্তদের সীমাহীন উন্মাদনা।

বেশ কিছুদিন ধরেই স্টেজে অনিয়মিত জেমস। তবে ভক্তদের জন্য এলো সুখবর। আবারও মঞ্চ মাতাবেন ব্যান্ড শিল্পী জেমস। হর্নেটের আয়োজনে আগামী ১৪ থেকে ১৬ ডিসেম্বর টাঙ্গাইলের কালিহাতী উপজেলার স্কুল মাঠে শুরু হচ্ছে মুক্তিযোদ্ধা মেলা। আর এই আয়োজনের প্রধান চমক হিসেবে থাকছেন নগর বাউল জেমস।

নগর বাউল জেমস
নগর বাউল জেমস

মেলার শেষ দিনে (১৬ ডিসেম্বর) রাতে জমকালো পারফর্ম করবেন তিনি। উৎসবের মূলমন্ত্র হচ্ছে, ‘চেতনায় মুক্তি উল্লাসে বিজয়’।

এতে জেমসের সঙ্গে চমক হিসেবে থাকছেন শিল্পী আঁখি আলমগীর, সালমা ও রিংকু। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এই আয়োজন চলবে। উক্ত অনুষ্ঠান সকলের জন্য উন্মোক্ত থাকবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -