নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের নির্মানাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে । আজ রবিবার (২১ জানুয়ারী) সন্ধা ৬টার দিকে কাজ করার সময় ৭ তলা ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়নপুর গ্রামের নুরে ইসলামের ছেলে অাইনুল ইসলাম (২২)।
এসময় নিহতের সঙ্গীরা জানান,এত বড় ভবন তৈরী হচ্ছে। অথচ শ্রমিকদের জন্য কোন নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। জিবনের ঝুকি নিয়ে ভবনের চারপাশে কাজ করতে হয়। নিরাপত্তার ব্যবস্থা থাকলে হয়তো আইনুল আজ মারা যেতনা।কালকে (সোমবার) আইনুলের বাড়ি যাওয়ার কথা ছিলো।কয়েকদিন অাগেও বিদ্যুতের তারে জড়িয়ে এক শ্রমিক মারা গেছে।
এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানার এএসআই নবীন জানান,আমি হাসপাতালের গেটের সামনে ডিউটি করার সময় একটি শব্দ শুনতে পাই।এসময় দেখি অনেক লোক দোড়ে যাচ্ছে। আমি গিয়ে দেখি নির্মানাধীন ভবনের উপর থেকে এক শ্রমিক পড়ে গেছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্মরত চিকিংসক তাকে মৃত ঘোষনা করেন।