নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের পোড়াবাড়ী রোজ গার্ডেন শিক্ষা পরিবারের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচি পালিত হয়। সকালে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।
রোজ গার্ডেন শিক্ষা পরিবারের ব্যবস্থাপনা পরিচালক পলাশ সাহার সভাপতিত্বে ব্যবস্থাপনা পরিচালক আব্বাছ আলী, রাজীব গৌড়, শাফিনুর ইসলাম কবীর ও সুব্রত সাহা শুভ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন শিক্ষার্থী তন্ময় আচার্য্য ও মাহফুজুর রহমান তামিম।
পরে দোয়া মাহফিল, কেক কাটার এবং বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনব্যাপি অনুষ্ঠানের সমাপ্ত ঘটে।