নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইল শহর বাইপাস সড়কের আশেকপুর এলাকার একটি বিল থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান জানান, দুপুরে স্থানীয় লোকজন বাইপাস এলাকার রাস্তার পাশে বিলে পানিতে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তবে লাশের শরীরে কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে তিনি জানান।