শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল-০৮ কাজী শহীদুল ইসলামের প্রার্থীতা ঘোষণা

টাঙ্গাইল-০৮ কাজী শহীদুল ইসলামের প্রার্থীতা ঘোষণা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে প্রার্থীতা ঘোষণা করলেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহীদুল ইসলাম। বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাসাইল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি তাঁর প্রার্থীতা ঘোষণা করেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আমাকে মনোনয়ন দিলে আগামী নির্বাচনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি’র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত। তিনি আরো বলেন- বাসাইল-সখীপুর আসনে যারা বিগত সময়ে নির্বাচন করে এসেছেন তাদের দিয়ে ভবিষ্যতে ধানের শীষের বিজয় অসম্ভব, একজন উপজেলা চেয়ারম্যান হিসেবে আমি প্রার্থী হলে বিএনপির বিজয় সম্ভব হবে। তবে দল যাকে মনোনয়ন দিবে তিনি তার হয়েই কাজ করবেন বলেও আশা ব্যক্ত করেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -