টেস্ট ব্যাটিং কোচের খোঁজে বাংলাদেশ

0
167
News Tangail

অনেক আলোচনা-বিচার-বিশ্লেষণের পর কিছুদিন আগে বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টির ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয় নিল ম্যাকেঞ্জিকে। কিন্তু এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সন্ধান লাল বল তথা টেস্টের জন্য ‘স্পেশালাইজড’ ব্যাটিং কোচের।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন এ প্রসঙ্গে বলেন, ‘২০১৯ বিশ্বকাপ পর্যন্ত নিল (ম্যাকেঞ্জি) আমাদের সাদা বলের ক্রিকেটের ব্যাটিং কোচ। তবে লাল বল, অর্থাৎ টেস্টের জন্য আমাদের একজন ব্যাটিং কোচ প্রয়োজন।’

বোর্ড চাইছে সাবেক এই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার যেন বাংলাদেশের ব্যাটসম্যানদের টেস্টের জন্যও পরামর্শ দেন। সুজন বলেন, ‘আমরা আসলে চাইছি সে যেন টেস্টের জন্যেও কাজ করে। কিন্তু তাকে আসলে পাওয়া যাবে না। কারণ আমরা যেসব নতুন কোচিং স্টাফ নিয়েছি তাদের সবাইকে বিশ্বকাপের জন্য লক্ষ্য তৈরি করে দেওয়া আছে।’

‘পাশাপাশি আমরা এমন কাউকে খুঁজছি যে কিনা অন্যান্য কাজের মধ্যেও আমাদের দলের ব্যাটসম্যানদের টেস্ট ক্রিকেটের জন্য সহায়তা করবে। আমরা আরও কোচদের সঙ্গে কথা বলছি। গ্যারি কারস্টেন পুরো কাজটাতে আমাদের সাহায্য করছেন।’

বিসিবির এই খোঁজ করাটা কতোটা প্রয়োজন, সে সম্পর্কে সুজনের কাছ থেকেই জানা যায়, শেষ ১২ মাসে বাংলাদেশ টেস্ট ম্যাচের প্রতি ইনিংসে গড়ে রান করেছে মাত্র ২০২। শেষ ৩ টেস্টে ২০০ রানও পার করতে পারেনি।

এমনকি কিছুদিন আগে শেষ হওয়া উইন্ডিজ সফরে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪৩ রানে গুটিয়ে গেছে সাকিব আল হাসানের দল। সবকিছু মিলিয়েই টেস্টের ব্যাটিং দিকটা উন্নতি করতে চাইছে বিসিবিও।

অার এ লক্ষ্যে কার্স্টেনের পরামর্শে বেশ তোরজোড়ের সঙ্গেই লাল বলের বিশেষজ্ঞ ব্যাটিং কোচ খুঁজতে নেমেছে বিসিবি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।