শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাট্রাক শ্রমিকের ওপর সন্ত্রাসী হামলা:বিচার দাবীতে প্রতিবাদ সভা

ট্রাক শ্রমিকের ওপর সন্ত্রাসী হামলা:বিচার দাবীতে প্রতিবাদ সভা

ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন ভূঞাপুর শাখার সভাপতি শামীম মিয়া ও সাধারণ সম্পাদক মো. মঙ্গনুল ইসলাম তালুকদারের ওপর সন্ত্রাসী হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে দ্বিতীয় দফায় প্রতিবাদ সভা ও মিছিল করছে টাঙ্গাইল জেলা ও উপজেলা সকল শ্রমিক সংগঠন

শনিবার (৬ জানুয়ারি) দুপুরে ভূঞাপুর বাস স্ট্যান্ড চত্বরে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। পরে সকল নেতৃবন্দ মিছিল নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় ঐ স্থানের এসে আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভির হাসান ছোট মনির, টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম বালা মিঞা, টাঙ্গাইল ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ছোবাহান মিঞা, ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক নজরুল প্রমুখ স্থানীয় আওয়ামীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবন্দ।

প্রতিবাদ সভায় বক্তরা বলেন, সন্ত্রাসীদের ৭ দিনের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় সন্ত্রাসীদের গ্রেফতার না করা হলে আরো কঠোর আন্দোলন করা হবে। সেই সাথে ভূঞাপুর থানা ঘেরাও করাসহ থানার ভারপ্রাপ্ত ইনর্চাজ অফিসারের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান বক্তরা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -