শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫
Homeতথ্যপ্রযুক্তিডিজিটালাইজেশনে এক বছরে বদলে যাবে দেশ: মোস্তাফা জব্বার

ডিজিটালাইজেশনে এক বছরে বদলে যাবে দেশ: মোস্তাফা জব্বার

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটালাইজেশনের মাধ্যমে আগামী এক বছরের মধ্যে বাংলাদেশ বদলে যাবে। এসময় তিনি ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ক্যান্সারে আক্রান্ত মন্তব্য করে তথ্যপ্রযুক্তি বিভাগকে অন্ধ গলিতে আছে বলে মন্তব্য করেন। ইন্টারনেটের মূল্য সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে জানিয়ে মন্ত্রী বলেন, “এজন্য অপারেটরদের পাশাপাশি বিটিআরসি দায়ী। বিটিআরসি এখনও ইন্টারনেটের দাম বেঁধে দিতে পারেনি। এটা তাদের ব্যর্থতা।”

বুধবার রাজধানীর বিডিবিএল ভবনে অবস্থিত বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত সংবর্ধনা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর এটাই তার প্রথম সংবাদ সম্মেলন।

মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তিনি ১০০ দিনের কর্মসূচি গ্রহণ করেছেন জানিয়ে মোস্তাফা জব্বার বলেন, “এর প্রথমে রয়েছে ইন্টারনেটের দাম কমানো এবং ইন্টারনেটের আওতায় সবাইকে আনা।”

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -