ডেভিল হান্ট অভিযান: কালিহাতী ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার

0
50
News Tangail

শুভ্র মজুমদার, কালিহাতী: অপারেশন ডেভিল হান্টের অভিযানে টাঙ্গাইলের কালিহাতীতে এক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের তিন নেতা গ্রেফতার হয়েছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে তাদেরকে টাঙ্গাইল আদালতে পাঠিয়েছে কালিহাতী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ তালুকদার, দুর্গাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম এবং কোকডহরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন।

এদের মধ্যে আজ মঙ্গলবার দুপুরের দিকে ইউপি চেয়ারম্যান মাসুদ তালুকদারকে গ্রেফতার করা হয়। অপর দুই নেতাকে গত সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূইয়া জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত দেওয়ার পর টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।