শুক্রবার, ডিসেম্বর ১, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

 

নিউজ টাঙ্গাইল ডেস্ক: বন্যার পানির তীব্র তোড়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলী রেলসেতুর গার্ডার ভেঙে পড়ায় সমগ্র উত্তর ও দক্ষিণবঙ্গের সঙ্গে রাজধানীসহ সারাদেশের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।

রোববার সকাল ৬টায় এই গার্ডার ভেঙে পড়ার ঘটনা ঘটে।

টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনের মাস্টার জালাল উদ্দীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার ভোরে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ওই এলাকা পার হওয়ার পরই মাটি ধসে যাওয়ার বিষয়টি নজরে আসে। রেলসেতুর দক্ষিণ পাশে প্রায় ২০ ফুট এলাকার মাটি ধসে গেছে।

সকালে পাকশী ও ঢাকা থেকে রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মীরা সেতুর মেরামতকাজের জন্য রওনা দিয়েছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -