মো. ফরমান শেখ, ভূঞাপুর:
ঢাকা-টাঙ্গাইল ট্রেন সার্ভিস চালুর দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরেও গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) সকাল ১০টা থেকে ঢাকা- টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটির উদ্যোগে ভূঞাপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের অনুষ্ঠানিক উদ্বোধন শুরু হয়। এতে গণস্বাক্ষর অভিযানে উদ্বোধন করেন, ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফ হোসেন, ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হালিম, উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটির ভূঞাপুর সিটিজেন জার্নালিস্ট গ্রুপের চিফ এডমিন আল-আমিন প্রমুখ ব্যক্তিবর্গ।
এ গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সামাজিক সাংস্কৃতিক নেতৃবন্দ ও নানা শ্রেণি পেশার মানুষ।
এ সময় ভূঞাপুর সিটিজেন জার্নালিস্টের নেতাকর্মীরা বলেন, ‘টাঙ্গাইল’ ঢাকা বিভাগের একটি বৃহৎ ও অতি গুরুত্বপূর্ণ জেলা।
এ জেলা দিয়ে দেশের উত্তর ও দক্ষিণ বঙ্গে বেশ কয়েকটি ট্রেন চলাচল করলেও টাঙ্গাইল জেলাবাসীর জন্য আসন বরাদ্দ সীমিত। এ কারণে টাঙ্গাইলবাসী ট্রেন সার্ভিসের সুবিধা বিন্দুমাত্রও পাচ্ছেনা। এ সুবিধা পাওয়ার জন্যই এ সংগঠনের প্রচেষ্টা। এই
গণস্বাক্ষর সংগ্রহ অভিযান দাবি পুরণ না হওয়া পর্যন্ত চলমান থাকবে বলেও জানান সংগঠনের নেতাকর্মীরা।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।