ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস চালু করার দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ শুরু হয়েছে। ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শনিবার বিকেলে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
এ গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন টাঙ্গাইল-৫ সদর আসনের এমপি আলহাজ ছানোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সাবেক যুগ্মসচিব সাইদ মো. লুৎফুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন, সদস্য সচিব সাজ্জাদ খোশনোবীশ, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম মোস্তফা লাবু, আকিবুর রহমান ইকবাল, আমিনুল ইসলাম উজ্জল, সাইদুল ইসলাম মিন্টু, রাশেদুল ইসলাম।
এ গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লি. ঘাটাইল হামিদপুর শাখা ব্যবস্থাপক লায়ন জাহাঙ্গীর আলম, এলজিইডি দেলদুয়ার উপজেলা কার্যালয়ের কার্য সহকারী মাহবুব চাকলাদার, টাঙ্গাইল প্রেসক্লাবের দফতর ও লাইব্রেরি সম্পাদক আরিফ উর রহমান টগর, নিরাপদ সড়ক চাই টাঙ্গাইল জেলা শাখার কর্মকর্তা ঝান্ডা চাকলাদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ প্রসঙ্গে ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সাজ্জাদ খোশনোবীশ বলেন, টাঙ্গাইল ঢাকা বিভাগের একটি বৃহৎ জেলা। এ জেলার দিয়ে দেশের উত্তর ও দক্ষিণ বঙ্গে বেশ কয়েকটি ট্রেন চলাচল করলেও জেলাবাসীর জন্য আসন বরাদ্দ সীমিত।
এ কারণে টাঙ্গাইলবাসী বিন্দুমাত্রও পাচ্ছে না ওই ট্রেন সার্ভিসের সুবিধা। এ সুবিধা প্রাপ্তির জন্যই এ সংগঠনের প্রচেষ্টা ঢাকা টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন।
জেলাবাসীর সুবিধা আদায়ে এই সংগঠনের এই গণস্বাক্ষর সংগ্রহ অভিযান। এ দাবি না হওয়া পর্যন্ত এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।