রবিবার, অক্টোবর ১৩, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

 

 

নিউজ টাঙ্গাইল ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে মির্জাপুর উপজেলার গোড়াই পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ কারণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকরা। গত দুদিনের টানা বৃষ্টিতে মহাসড়কের বিভিন্ন স্থানে খানা-খন্দে পানি জমে থাকায় এ যানজটের সৃষ্টি হয়েছে।

এ প্রসঙ্গে টাঙ্গাইল ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর ইশরাজুল হক জানান, গত দুদিন যাবৎ প্রবল বর্ষণের কারণে মহাসড়কের বিভিন্ন স্থানে প্রচুর পরিমানে খানা-খন্দ সৃষ্টি এবং বেশ কয়েকটি স্থানে গাড়ি বিকল হয়ে পড়ে। যে কারণে শনিবার ভোর থেকে এলেঙ্গা হয়ে মির্জাপুর উপজেলার গোড়াই পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন চালক ও যাত্রীরা। তবে ট্রফিক পুলিশ ও হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -