শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

নিউজ টাঙ্গাইল ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত১২ জন আহত হয়েছেন। রোববার সকাল ৮টা ১০ মিনিটে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা সংলগ্ন সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় রোববার সকালে রংপুর থেকে ছেড়ে আসা মিম পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখি চুন বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত ও আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহতরা রংপুরের বাসিন্দা নিশ্চিত হলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -