এর পরই টীম নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন নির্বাচকরা। আগামী ১১ জুন শ্রীলংকার বিপক্ষে ৪র্থ ম্যাচ খেলবেন বাংলাদেশ দল। তাই দল নিয়ে নতুন ভাবে সাজানো হয়েছে একাদশ। কিন্তু নতুন একাদশে থাকছে বড় পরিবর্তন।
গত তিন ম্যাচে খুব একটা ভালো খেলেননি তামিম ইকবাল ও মোহাম্মদ মিঠুনের। তিন ম্যাচে তামিমের রান (১৬,২৪,১৯) এবং মিঠুনের রান (২১,২৬,০)। তবে তামিমকে আগামী ম্যাচে বসিয়ে রাখবেন না কিন্তু মিঠুনকে দলে রাখার প্রয়োজন দেখছে না টিম ম্যানেজমেন্ট।