ধনবাড়ী প্রতিনিধি: টাঙ্গাইলে ধনবাড়ীতে মাতালেন বাংলাদেশে ক্রিকেটের জীবন্ত কিংবদন্তী এবং জনপ্রিয় ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা।উওর টাঙ্গাইল তথা ধনবাড়ী উপজেলার সেচ্ছাসেবী সংগঠন ‘তরুণের হাট’ এর আয়েজনে তারুণ্যের উৎসবে এবারের আকর্ষণ ছিলেন জনপ্রিয় ক্রিকেটার।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২ ঘটিকা হতে ধনবাড়ী সরকারী কলেজ মাঠে তারুণ্যের উৎসব পালিত হয়েছে।
তরুণের হাট আয়োজিত বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ও তরুণের হাটের উপদেষ্টা আরিফুল ইসলাম রণির সভাপতিত্বে উৎসবে আলোকিত অতিথি ও স্মারক উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
এসময় অনুষ্ঠানে মাশরাফি যুবসমাজকে মরণনেশা মাদকের হতে দূরে থাকতে অনুরোধ করেন।এছাড়াও মাশরাফি ধনবাড়ীতে আগামীতে যেকোনো সময় আবারও আসার কথা ব্যক্ত করেন।
উৎসবে মুখ্য আলোচক ছিলেন সাউথ ওয়েষ্ট লি. এর পরিচালক ও তরুণের হাটের পৃষ্টপোষক ইঞ্জিনিয়ার শামীম রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ, ধনবাড়ী পৌরসভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, ধনবাড়ী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আক্তারুজ্জামান, ডিভাইন গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর ইঞ্জিনিয়ার সেলিম রেজা, গাজীপুর ফিডস লি. এর ব্যবস্থাপনা পরিচালক কবির হোসেন, তরুণের হাটের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা এ্যাডভোকেট সোলাইমান হোসেন, মুহাম্মদ আল মামুন খান, মীর মো. নূরুল হক, বীর মুক্তিযোদ্ধা মো. আ. বাছেদ খান, মো. আ. হামিদ প্রমূখ।
শেষে গুণীজন ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা, পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।