সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীতারেক রহমানের ৩১ দফা প্রচারণায় কালিহাতীতে বিএনপির মহিলা দলের কর্মীসভা

তারেক রহমানের ৩১ দফা প্রচারণায় কালিহাতীতে বিএনপির মহিলা দলের কর্মীসভা

শুভ্র মজুমদার, কালিহাতী: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১ দফা প্রচারণায় টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপির মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলা মহিলা দলের উদ্যোগে পৌর শহরের আদর্শ লিপি প্রি-ক্যাডেট স্কুল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা মহিলা দলের সভাপতি সালমা আক্তারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আয়েশা সিদ্দিকীর সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন- ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো।

এ সময় অন্যান্যদের মধ্যে রাখেন- টাঙ্গাইল জেলা মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিন খান, সাধারণ সম্পাদক রক্সি মেহেদী, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক এসএ ওয়াদুদ তৌহিদ, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দা পপি আক্তার প্রমুখ।

বক্তারা নারীর উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং সমান সুযোগ নিশ্চিত করতে তারেক রহমানের নির্দেশে ৩১ দফার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন। তাদের মতে- এই দফাগুলো নারীদের ক্ষমতায়ন ও সমাজে তাদের মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -