শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫
Homeআমাদের টাঙ্গাইলদক্ষিণ সখীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি অনুষ্ঠিত

দক্ষিণ সখীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ মেধাবী মুখ খুঁজে বের করার লক্ষ্যে টাঙ্গাইলের সখীপুরে দক্ষিণ সখীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের  মেধা বৃত্তি পরীক্ষা ২০২১অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলার নলুয়া ইউরেকা শিক্ষা পরিবারের সেন্ট্রাল শাখা ক্যাম্পাসে  এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে সখীপুর, বাসাইল, মির্জাপুর উপজেলার প্রায় দুই শতাধিক  শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। এ পরীক্ষায় ৫ম শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নেয়। আগামী ২০ ডিসেম্বর ফলাফল প্রকাশ এবং ২৫ ডিসেম্বর  মেধাবীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেয়া হবে।

এসময় সরকারি মুজিব কলেজেরে অধ্যাপক, উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি শাহিন আল মামুন,  দক্ষিণ সখীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি, বিআরডিবি ভাইস চেয়ারম্যান, নবসৃষ্টি শিক্ষা পরিবারের পরিচালক এম সাইফুল ইসলাম শাফলু, সহ-সভাপতি মেধাবিকাশ স্কুলের পরিচালক শেখ মাহবুবুল আলম সাখাওয়াত , সম্পাদক  ইউরেকা শিক্ষা পরিবারের পরিচালক, খান মুহাম্মদ মনির,  সাংগঠনিক সম্পাদক রাজু ক্যাডেট স্কুলের পরিচালক আরিফুল ইসলামসহ সংহঠনের অন্যান্য নেতাকর্মী   উপস্থিত ছিলেন।

দক্ষিণ সখীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি,  এম সাইফুল ইসলাম শাফলু বলেন, এ  সংগঠনের কাজ মেধাবী মুখগুলোকে খুঁজে বের করে তাদের মেধা ও জ্ঞান দেশ, জাতি, সমাজের কল্যাণে নিবেদনে সহায়তা করা।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -