মঙ্গলবার, অক্টোবর ৩, ২০২৩
Homeদেশের খবরদীর্ঘ দিন প্রেম করার পর এখন প্রেমিকাকে বিয়ে করতে রাজি হচ্ছেন না...

দীর্ঘ দিন প্রেম করার পর এখন প্রেমিকাকে বিয়ে করতে রাজি হচ্ছেন না প্রেমিক! অতঃপর…

দীর্ঘ দিন প্রেম করার পর এখন প্রেমিকাকে বিয়ে করতে রাজি হচ্ছেন না প্রেমিক। পরিবার সদস্যদের মতামতে প্রেমিক অন্যত্র বিয়ে করতে চাইলে বিয়ে করার দাবি নিয়ে শীতের মাঝে সারা রাত প্রেমিকের বাড়ি প্রাঙ্গণে অনশন শুরু করেছেন প্রেমিকা। ঘটনাটি ঘটেছে সোমবার মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগাগের আদমটিলা শ্রমিক বস্তিতে।

স্থানীয়ভাবে জানা যায়, জ্যোতি রবিদাসের ১৯) সাথে প্রেমের সম্পর্ক ছিল একই এলাকার সন্তোষ যাদবের (২২)। সন্তোষ জ্যোতিকে বিয়ে করতে অপারগতা প্রকাশ করলে ও অন্যত্র বিয়ের উদ্যোগ নিচ্ছেন জেনে প্রেমিকা সোমবার সন্ধ্যা ৬টায় এসে প্রেমিকের বাড়ি প্রাঙ্গণে অনশন শুরু করেন। বিষয়টি টের পেয়ে আগেই সন্তোষ বাড়ি থেকে পালিয়ে যান।

সন্তোষের মা বাসন্তী আহির বলেন, হঠাৎ করে সোমবার সন্ধ্যায় এ মেয়েটি তার বসতঘর প্রাঙ্গণে বসে পড়ে। সে দাবি করে, ছেলে সন্তোষ দীর্ঘ দিন তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছে। এখন তাকে বিয়ে করে ঘরে তুলতে হবে। বাসন্তী আরও বলেন, সন্তোষ সোমবার সন্ধ্যা থেকে আর বাড়ি ফিরে আসেনি। সে কোথায় আছে তিনি তা জানেন না।

অনশনকারী জ্যোতি বলেন, গত কয়েক বছর ধরে সন্তোষ যাদবের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এখন সন্তোষ ও তার পরিবারের লোকজন বিয়ের বিষয় শেষ করে তাকে ঘরে তুলে নিতে হবে। এটার সমাধান না হওয়া পর্যন্ত তার অনশন চলবে।

শমশেরনগর চা বাগান ইউপি সদস্য ইয়াকুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পালিয়ে যাওয়া প্রেমিক সন্তোষ যাদবকে বিকাল ৪টার মধ্যে খোঁজে বের করার নির্দেশনা দেওয়া হয়েছিল তার মা-সহ পরিবার সদস্যদের। কিন্তু বিকাল ৫টা পর্যন্ত তিনি না ফেরায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন সরেজমিনে এসে বিষয়টি খতিয়ে দেখছেন।

মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি ক্ষতিয়ে দেখে সমাধানের চেষ্টা করা হচ্ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -