নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের আলোচিত ও বহিষ্কৃত ছাত্রলীগ নেতা মোঃ সেলিম ওরফে শেখ শোয়েবের জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার সাড়ে ১১ টায় টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে হাজির হয়ে জামিনের জন্য আবেদনকরলে বিজ্ঞ বিচারক আব্দুল মান্নান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এমন তথ্যের সত্যতা নিশ্চিত করেছে মামলার আইনজীবি বজলুর রহমান।
তিনি জানান, ছাত্রলীগ নেতা শেখ সোয়েব নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মঙ্গলবার সকালে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বাদি খাদিজা আক্তার জানান, শেখ সোয়েব কে কারাগারে পাঠানো হয়েছে জানতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আদালত আমাকে ন্যায্য বিচার পাইয়ে দিতে সহযেগেীতা করবে বলে প্রত্যাশা করছি।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সেলিম মিয়া ওরফে শেখ সোয়েব বিরুদ্ধে খাদিজা আক্তার নামের এক স্বামী পরিত্যক্তা নারী ধর্ষণের অভিযোগে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে মামলা দায়ের করেন। পরে আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দেন।