নিউজ টাঙ্গাইল ডেস্ক: দেলদুয়ারে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ২৫০ গ্রাম গাজা ও ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হল সদর ইউনিয়নের দক্ষিনপাড়ার আব্দুল হাকিমের ছেলে আব্দুল কাদের (৩০), এলাসিন ইউনিয়নের আগ এলাসিন গ্রামের মো. শামছুল হকের ছেলে মো. রতন মিয়া (২০) ও বারেক মিয়ার ছেলে মো. রফিকুল ইসলাম (১৯)।