নিউজ টাঙ্গাইল ডেস্ক:
টাঙ্গাইলের দেলদুয়ারে বজ্রপাতে মনিরুল ইসলাম (২৭) নামে একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার পাহাড়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরে মনিরুল এবং আরও দুজন বাগান থেকে লেবু তুলে লেবুর বস্তা মাথায় নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় আকস্মিভাবে বজ্রপাত হলে মনিরুল মাটিতে লুটিয়ে পড়েন। সাথে থাকা দুইজন ও অন্যান্যরা মিলে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত শিক্ষিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত মনিরুল ইসলাম পাহাড়পুর গ্রামের পঙ্কু মিয়ার এক মাত্র ছেলে।এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
লাউহাটী ইউনিয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।