নিউজ টাঙ্গাইল ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেছে ৫৩ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ২৬২ জনে। একদিনে সর্বোচ্চ মৃত্যু এটি।
মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
এ সময় ডা. নাসিমা করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৮৬২ জনের। একদিনে সর্বোচ্চ শনাক্ত হলো ২৪ ঘন্টায়। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৪ হাজার ৪৮১ জনে।
এ ভাইরাসে বিশ্বজুড়ে সোয়া ৮১ লাখ ছাড়িয়ে গেল শনাক্ত। আর প্রাণ গেছে চার লাখ ৩৯ হাজার জনের।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল
SUBSCRIBE করতে ক্লিক করুন।