বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
Homeখেলাধুলাদেশে ফিরেছে চ্যাম্পিয়নরা

দেশে ফিরেছে চ্যাম্পিয়নরা

প্রমিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের শিরোপা জিতে নেদারল্যান্ডস থেকে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সোমবার সকালে এমিরেটসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সালমা খাতুনের দল।

সেখানে চ্যাম্পিয়নদের ফুলের তোড়া দিয়ে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। এছাড়াও টাইগ্রেসদের মিষ্টিমুখ করিয়ে বরণ করা হয়।

বলা যায়, মেয়েদের ক্রিকেটে এখন সুদিন। গেল মাসে ভারতকে হারিয়ে এশিয়া কাপ জয়, আয়ারল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর নেদারল্যান্ডস টি-টোয়েন্টি বাঁছাইয়ে চ্যাম্পিয়ন হয়ে উড়িয়েছে লাল-সবুজ পতাকা।

দেশে ফিরে কয়েক সপ্তাহের বিশ্রাম পাবেন ক্রিকেটাররা। তারপর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। বিশ্বকাপের আগে কয়েকটি সিরিজ খেলার কথা সালমাদের।

আগামী ৯-২৪ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হবে প্রমিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

আগামী ৯ নভেম্বর উদ্বোধনী দিনই বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -