স্পোর্টস ডেস্কঃ তৃতীয় দিনের শুরুটা দারুণ ছিল বাংলাদেশের। সাকিব-মিরাজের দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১২৯ রানে অলআউট করে বাংলাদেশ। কিন্তু নিজেদের দ্বিতীয় ইনিংসে আবারো ব্যাটিং ব্যর্থতায় তৃতীয় দিনেই ১১৬ রানের বিশাল ব্যবধানে হারল সাকিব-তামিমরা। সেই সাথে ২-০ তে সিরিজে হোয়াইওয়াশ হল বাংলাদেশ।
১৯ রানে ১ উইকেট নিয়ে তৃতীয় দিনের খেলতে নেমে সাকিবের ৬ উইকেট ও মিরাজের ২ উইকেট নেওয়াতে ১২৯ রানে শেষ হয় স্বাগতিকদের ইনিংস। আর বাংলাদেশের সামনে টার্গেট দাড়ায় ৩৩৫ রান।
তবে ব্যাট করতে নেমে নিজেরদের ব্যাটিং ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখেছে টাইগার ব্যাটসম্যানরা। শুরুতেই তামিমকে হারায় বাংলাদেশ এরপর ৩৩ রান করা লিটন ও ১৫ রান করে ফিরে যান মমিনুল হক। কিন্তু তারপর দ্বায়িত্বজ্ঞানহীন শট খেলে মাত্র ৪ রানে মাহমুদউল্লাহ রিয়াদ ফিরে গেলে ৬৭ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
কিন্তু সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা চালাচ্ছেন সাকিব ও মুশফিক। এই দুইজনের জুটিতে ৫৪ রান তুলার পর ৩১ রানে ফিরে যান মুশফিক। অপর প্রান্ত আগলে রেখে নিজের ২৩ তম অর্ধ শতক তুলে নেয় অধিনায়ক সাকিব।
কিন্তু সেটাও বেশি দূর নিতে পারেনি সাকিব। আউট হয় ৫৪ রানে। আর বাংলাদেশ অল আউট হয় ১৬৮ রানে।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে অধিনায়ক জেসন হোল্ডার ৬ টি উইকেট নেয়। তিনি প্রথম ইনিংসেও ৫ উইকেট নিয়েছিলেন।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ৩৫৪ ও ১২৯
বাংলাদেশ: ১৪৯ ও ১৬৮
ওয়েস্ট ইন্ডিজ ১৬৬ রানে জয়ী।