সাইফুল মজুমদার, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ অধ্যাপক ড. মোঃ আলাউদ্দিনকে দ্বিতীয় মেয়াদে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পুনরায় চার বছরের জন্য অধ্যাপক ড. মোঃ আলাউদ্দিনকে এ নিয়োগ দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এতে বলা হয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন- ২০০১ এর ১০(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. আবদুল হামিদ পুন: নিয়োগ দিয়েছন।
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রানরসায়ন ও অণুপ্রাণ বিভাগের অধ্যাপক ড. মোঃ আলাউদ্দিন ২০১৩ সালের ৪ মে প্রথম দফায় চার বছরের জন্য মাভাবিপ্রবির ৫ম উপাচার্য হিসেবে নিয়োগ পান।
উল্লেখ্য, গত ৩ মে অধ্যাপক ড. মোঃ আলাউদ্দিনের উপাচার্য হিসেবে প্রথম দফায় মেয়াদ শেষ হয়। এরপর থেকে দীর্ঘদিন এ পদটি শূন্য ছিল।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।