ইমাম হাসান সোহান, ধনবাড়ী: টাঙ্গাইলের ধনবাড়ীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ফারাহ ফাতেহা তাকমিলা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল হোসেন, সমাজসেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, শিক্ষা অফিসার মোস্তফা কামাল, উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান), ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল ইসলাম হাই প্রমুখ।