ইমাম হাসান সোহান, ধনবাড়ী: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২৬ অক্টোবর) ধনবাড়ী পৌরসভার কেন্দুয়া রোড চালাষে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি জীবন মাহমুদ শক্তির সভাপতিত্বে সভায় ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহানের) সঞ্চালনায় বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রনি, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন ও দপ্তর সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ। এ সময় অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় প্রেসক্লাবের সভাপতি জীবন মাহমুদ শক্তি বলেন- ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাব যে গতিতে সুনামের সাথে এগিয়ে চলেছে তার ধারাবাহিকতা ধরে রাখার আহবান জানান।