ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ধনবাড়ীতে বিক্ষোভ-সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
জ্বালানী তেল, পরিবহণ ভাড়াসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে সোমবার বিকাল হতে সন্ধ্যায় পর্যন্ত এ তাদের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ-সমাবেশ করেন তাঁরা।
উপজেলার সকল নেতাকর্মীদের উপস্থিতে কর্মসূচিতে সভাপত্বি করেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান।
এসময় বিভিন্ন দিক তুলে ধরে আরও বক্তব্য দেন টাঙ্গাইল জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক হাসানু জামিল শাহিন, এড. ফরহাদ ইকবাল, আতাউর জিন্না, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. এনামুল হক, পৌর বিএনপির সভাপতি এসএমএ ছোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপ্নসহ অসংখ্য নেতাকর্মী।
এসময় হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।