নিউজ টাঙ্গাইল ডেস্ক:
টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় চালকসহ সিএনজি চালিত অটোরিকশার ৬ যাত্রী আহত হয়েছেন।
সোমবার (১৩ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার বাঘিল এলাকায় ঢাকাগামী একটি বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহতদের ময়মসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অটোরিকশা চালক মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
অন্য আহতরা হলেন-অটোরিকশার যাত্রী টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাঁশতলা গ্রামের আজিম উদ্দিনের ছেলে আব্দুল করিম (৪০), হাসমত আলীর ছেলে আবুল কালাম (৪২), বীর ঘাটাইল গ্রামের রমজান আলীর ছেলে মিনহাজ উদ্দিন (৪০), ছামান আলী (৫০) ও দিগড় গ্রামের মোবারক হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) ।
মধুপুর ফায়ার স্টেশনে কর্মরত আবুল কালাম জানান, অটোরিকশাটি জামালপুরের দিকে যাচ্ছিল। ঢাকাগামী মাদারগঞ্জের ক্রাউন ডিলাক্স (নং ঢাকা মেট্রো-ব-১১-৪১৯০) নামে যাত্রীবাহী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। বাসের চালক রাস্তার পাশে বাসটি ফেলে পালিয়ে যান।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান দুর্ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা নিশ্চিত করেছেন।