বুধবার, নভেম্বর ৬, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাধনবাড়ীতে হাঁটতে বেরিয়ে মাইক্রোর ধাক্কায় নিহত ২

ধনবাড়ীতে হাঁটতে বেরিয়ে মাইক্রোর ধাক্কায় নিহত ২

 

টাঙ্গাইলের ধনবাড়ীতে মাইক্রোবাসের ধাক্কায় দুই নারী পথচারী নিহত ও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার পাঠানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধনবাড়ী উপজলার নিজবর্ণী এলাকার বাবুল বকুলের স্ত্রী রেবা বগম (৩২) ও বেলুটিয়া এলাকার আব্দুল মজিদের স্ত্রী সাহাতন (৫০)।

আহত ওবায়দা বেগম (৪০) বউলা গ্রামের জুয়েলের স্ত্রী। তাকে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবর রহমান জানান, মহাসড়কের ফুটপাত দিয়ে সকালে তিনজন নারী হাঁটতে বের হলে পাঠানবাড়ি এলাকায় জামালপুরগামী একটি মাইক্রোবাস পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।

পরে স্থানীয়রা দুই জনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় মাইক্রোবাস আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -