শুক্রবার, মার্চ ২৪, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাধর্ষণ মামলার আসামি গ্রেফতার

ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

নিউজ ডেস্কঃ দীর্ঘদিন পলাতক থাকার পর ধর্ষণ মামলার এক আসামিকে হারাগাছ এলাকা থেকে আটক করেছে র‌ংপুর র‌্যাব-১৩। পরে তাকে টাঙ্গাইল জেলার নাগরপুর থানায় হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে তাকে আটক করা হয়। র‌্যাব-১৩ এর অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

রংপুর র‌্যাব-১৩ সূত্র জানায়, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার আগ আকুটিয়া এলাকার রফিকুল ইসলাম ওরফে উজ্জল মাস্টারের ছেলে মো. রতন মোল্যা ওরফে বাবুর (২৮) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে টাঙ্গাইল জেলার নাগরপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মূলত ঘটনার আগ থেকে ভিকটিমের সঙ্গে আসামি মো. রতন মোল্যা ওরফে বাবু বিভিন্নভাবে ফুসলিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে আসামি মো. রতন মোল্যা ওরফে বাবু ভিকটিমকে বিয়ের আশ্বাস দিয়ে ২১ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার নাগরপুর থানাধীন আকুটিয়ায় বাদীর নিজ বাসার রান্না ঘরে রাত আনুমানিক ১ টায় ধর্ষণ করে। এ সময় ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন এসে ধর্ষণরত অবস্থায় আসামিকে দেখে ফেললে সে কৌশলে পালিয়ে যায়। পরে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি ধর্ষণ মামলা দায়ের হয়।
পলাতক আসামি মো. রতন মোল্যা ওরফে বাবুকে আটকে মামলার তদন্তকারী অফিসার র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল, বরাবর একটি অধিযাচন পত্র দায়ের করে। অধিযাচন পত্রের ভিত্তিতে তথ্য উপাত্তগুলো বিবেচনায় এনে তাৎক্ষণিক ছায়া তদন্ত শুরু করে এবং জড়িত ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। পরবর্তীতে র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর এবং র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইলের একটি চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাতে তাকে রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন ভূমের কুঠি এলাকা থেকে আটক করতে সক্ষম হয়।

কমান্ডার আরাফাত ইসলাম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামি ধর্ষণ করার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার নাগরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।’
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -