নিউজ ডেস্কঃ দীর্ঘদিন পলাতক থাকার পর ধর্ষণ মামলার এক আসামিকে হারাগাছ এলাকা থেকে আটক করেছে রংপুর র্যাব-১৩। পরে তাকে টাঙ্গাইল জেলার নাগরপুর থানায় হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে তাকে আটক করা হয়। র্যাব-১৩ এর অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
মূলত ঘটনার আগ থেকে ভিকটিমের সঙ্গে আসামি মো. রতন মোল্যা ওরফে বাবু বিভিন্নভাবে ফুসলিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে আসামি মো. রতন মোল্যা ওরফে বাবু ভিকটিমকে বিয়ের আশ্বাস দিয়ে ২১ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার নাগরপুর থানাধীন আকুটিয়ায় বাদীর নিজ বাসার রান্না ঘরে রাত আনুমানিক ১ টায় ধর্ষণ করে। এ সময় ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন এসে ধর্ষণরত অবস্থায় আসামিকে দেখে ফেললে সে কৌশলে পালিয়ে যায়। পরে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি ধর্ষণ মামলা দায়ের হয়।
কমান্ডার আরাফাত ইসলাম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামি ধর্ষণ করার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার নাগরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।’