ফরমান শেখ: ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা:) কে ব্যঙ্গাত্মক ও কটুক্তিমূলক কার্টুন প্রদর্শন এবং অবমাননা করার প্রতিবাদে ওই দেশের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসীর সর্বস্তরের তৌহিদী জনতা।
শুক্রবার (৬ নভেম্বর) বিকালে উপজেলার গোবিন্দাসী বাজারে ফ্রান্স বিরোধী বিভিন্ন শ্লোগান, ব্যানার ও ফেস্টুন নিয়ে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শেষে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের টি-রোডে বিক্ষোভ করেন তারা।
এসময় বক্তব্য রাখেন- উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন চকদার, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম আমিন, গোবিন্দাসী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ইমাম আলহাজ্ব শহিদুল ইসলাম, মুফতি মঞ্জুরুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিক্ষোভ সমাবেশে সর্বস্তরের মুসুল্লিরা অংশ নেয়।
বিক্ষোভে বক্তারা বলেন- বিশ্ব নবীকে নিয়ে ব্যঙ্গাত্মক ও কটুক্তিমূলক কার্টুন প্রদর্শন করা এটা ইসলাম ধর্মকে ব্যাপকভাবে হেয় ও অবমাননা করা হয়েছে। কটুক্তিকারীরা সবাই নাস্তিক। তাদের দৃষ্টান্তমূলক বিচার হতে হবে। এছাড়াও বক্তৃতারা দেশবাসীকে ফ্রান্সের সকল পণ্য বয়কটের দাবিও জানান।