মঙ্গলবার, মে ৩০, ২০২৩
Homeটাঙ্গাইল জেলানাগরপুরনাগরপুরে কলেজের ভবন ভেঙ্গে নকশা বহির্ভূত রাস্তা নির্মান প্রচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

নাগরপুরে কলেজের ভবন ভেঙ্গে নকশা বহির্ভূত রাস্তা নির্মান প্রচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

নাগরপুর প্রতিনিধি: টাঙ্গাইলে নাগরপুর পাকুটিয়া বি.সি.আর.জি.ডিগ্রী কলেজের একটি ভবন ভেঙ্গে রাস্তা করার প্রতিবাদে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

রবিবার (১৯ মার্চ) সকাল ১১ ঘটিকায় কলেজ ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন  পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ কলেজের অধ্যক্ষ – এস. এম. সোহরাওয়ার্দী উপাধ্যক্ষ মোঃ লুৎফর রহমান ও সহকারী অধ্যাপক মোঃ লিয়াকত হোসেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন কলেজের সকল সহকারি অধ্যাপক, অধ্যাপিকা, সকল ছাত্র-ছাত্রী ও কর্মচারীবৃন্দ।

অধ্যক্ষ তার বক্তব্যে বলেন- ষড়যন্ত্রের অশুভ থাবা থেকে শিক্ষা প্রতিষ্ঠান রক্ষা চাই,মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত প্রকল্প নকশার হুবহু বাস্তবায়ন চাই।

এ সময় আরোও বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য মো: নজরুল ইসলাম, পাকুটিয়া ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি মো:আব্দুস সালাম খান, মো:আবুল সরকার, পাকুটিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম খান, (অব:)ইউনিয়ন কৃষি কর্মকর্তা মো: আবুল কালাম আজাদ, মো: ওবায়দুর রহমান প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -