নাগরপুর : নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়ন পরিষদের নব নির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে ৭৬ লক্ষ টাকা ব্যায়ে পরিষদ ভবনের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ খন্দকার আবদুল বাতেন।
এ উপলক্ষে রোববার সকালে মামুদনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মামুদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খন্দকার আবদুল বাতেন এমপি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেগম মমতাজ খন্দকার, জেলা পরিষদের সদস্য সাইদা ইয়াছমিন শিউলি, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) জিয়াছমিন আক্তার জোৎস্না, উপজেলা প্রকৌশলী এটিএম রবিউল আলম, নাগরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) জহিরুল ইসলাম, মো. রফিকুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন ও সুশীল সমাজের প্রতিনিধিরা।