শুক্রবার, নভেম্বর ৮, ২০২৪
Homeটাঙ্গাইল জেলানাগরপুরনাগরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নাগরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়ক সংলগ্ন বিলে এ ঘটনা ঘটে।

স্থানীয় মেম্বার বেল্লাল আহমেদ এ তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত শিশুরা হলো- উপজেলার চাষাভাদ্রা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে তানজিন (৯) এবং একই এলাকার পাশের বাড়ির সেতাব মিয়ার ছেলে ইমরান হোসেন (১১)।

স্থানীয়রা জানান, বিকালে স্থানীয় বিলের পাশে খেলতে গিয়ে পানিতে নামে ইমরান ও তানজিন। একপর্যায় দুজনই পানিতে ডুবে যায়। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনউদ্দিন বলেন, বিষয়টি শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -