মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪
Homeটাঙ্গাইল জেলানাগরপুরনাগরপুরে ফল পাড়তে গিয়ে এক শিশুর মৃত্যু

নাগরপুরে ফল পাড়তে গিয়ে এক শিশুর মৃত্যু

 

টাঙ্গাইলের নাগরপুরে ফল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মিলন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার কাঠুরী গ্রামের দিনমজুর নবীন মিয়ার ছেলে ও কাঠুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

সোমবার সকালে উপজেলা সদরের উপন্দ্রেনগর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানা যায়, সোমবার সকাল ৮টার দিকে উপন্দ্রেনগর এলাকায় জনৈক দূর্গা সাহার বাড়ির ফল পাড়তে গাছে ওঠে শিশু মিলন। এসময় পা পিছলে শিশুটি নিচে পড়ে যায়। পরে স্থানীয় জনতা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -