শনিবার, অক্টোবর ৫, ২০২৪
Homeটাঙ্গাইল জেলানাগরপুরে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

নাগরপুরে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

টাঙ্গাইলের নাগরপুরে শাওন হোসেন বাবু (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে ১৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ ইলাহী মঙ্গলবার সকালে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ী বাবু উপজেলার ধুবড়িয়া পূর্বপাড়া গ্রামের অফিল উদ্দিনের ছেলে।

উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সূত্রে জানা যায়, ইউএনওর নেতৃত্বে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসের একটি টিম মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় অভিযান চালিয়ে শাওন হোসেন বাবুকে তার বাড়ি থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এ দণ্ডাদেশ দেন আদালত।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -