বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Homeটাঙ্গাইল জেলানাগরপুরনাগরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে রাখার দায়ে জরিমানা

নাগরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে রাখার দায়ে জরিমানা

নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইলের নাগরপুরের ধুবড়িয়া ইউনিয়ন বাজারে বিভিন্ন ঔষধের দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষধের বিক্রয় ও প্রয়োগ বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসমিন মুনিরা।

মঙ্গলবার (১২ জুন) বিকালে এই অভিযান পরিচালিত হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন ২০০৯ আইনের ৫১ ধারায় উষা মেডিকেল হল এর মালিক মৃত অনিল কুমার বিশ্বাসের ছেলে মন্তোষ কুমার বিশ্বাসকে দশ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এ সময় ঐ দোকানের মোবাইল কোর্টের কার্যক্রম দেখে দ্রুত অন্যান্য ঔষধ বিক্রেতারা দোকান বন্ধ করে পালিয়ে যায়।

নির্বাহি ম্যাজিষ্ট্রেট উপস্থিত দোকানী ও জন সাধারনের উদ্দেশ্যে বলেন, আপনারা সচেতন হয়ে সততার সাথে আপনাদের ব্যাবসা পরিচালিত করুন এবং ভোক্তাদের অধিকার রক্ষা করুন। মেয়াদোত্তীর্ণ ঔষধ দোকানে না রেখে তা যথাযথ ভাবে ধ্বংস করুন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -