সোমবার, অক্টোবর ৭, ২০২৪
Homeটাঙ্গাইল জেলানাগরপুরনাগরপুরে মোটরসাইকেল-সিএনজি মুখোমুখি সংঘর্ষ: মোটরসাইকেল চালক নিহত

নাগরপুরে মোটরসাইকেল-সিএনজি মুখোমুখি সংঘর্ষ: মোটরসাইকেল চালক নিহত

নাগরপুর : নাগরপুরে মোটরসাইকেল ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে বাবুল (৪০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। সে নাগরপুর গ্রামের মো. বাহাজ উদ্দিনের ছেলে।

হাসপাতাল ও তার স্বজনরা জানান, রবিবার দুপুরে বাবুল তার খালাতো ভাইকে সঙ্গে নিয়ে নাগরপুর থেকে তিরছার উদ্দ্যেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হয়। টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহা সড়কের কাঠুরী নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি মোটরসাইকেলটিকে সজোরে আঘাত করে।

এতে মোটরসাইকেল চালক রাস্তার উপর ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই মারা যায়। মোটরসাইকেলে থাকা অপর আরোহী এবং সিএনজি চালক গুরুতর আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর সিএনজি চালক বাদশার অবস্থা অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত টাঙ্গাইল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রেফার্ড করেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -