শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫
Homeটাঙ্গাইল জেলানাগরপুরে ৭০ সদস্য বিশিষ্ট আ.লীগের কমিটি

নাগরপুরে ৭০ সদস্য বিশিষ্ট আ.লীগের কমিটি

 

দীর্ঘ প্রতীক্ষা আর অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সম্মেলনের দুই বছর পর টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামী লীগের ৭০ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছে জেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের নবগঠিত নাগরপুর উপজেলা আওয়ামী লীগের এ কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন।

গত রোববার নাগরপুর উপজেলা আওয়ামী লীগের এ কমিটির অনুমোদন দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি।

জকিরুল ইসলাম উইলিয়ামকে সভাপতি এবং মো. কুদরত আলীকে সাধারণ সম্পাদক রেখে ৭০ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৫ জুন উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কাউন্সিলদের গোপন ভোটের মাধ্যমে মো. জাকিরুল ইসলাম উইলিয়াম সভাপতি ও মো. কুদরত আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সম্মেলন পরবর্তী রাজনৈতিক কর্মকাণ্ডে সভাপতি সাধারণ সম্পাদকের মধ্যে টানাপোড়েন শুরু হয়। আর পূর্ণাঙ্গ কমিটি নিয়ে দেখা দেয় তাদের মধ্যে মতবিরোধ। এ কারণেই দীর্ঘদিন ঝুলে থাকে কমিটি গঠন কার্যক্রম।

এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম জানান, জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাদের চিন্তাভাবনা নিয়ে বিগত দিনে যারা ছাত্র রাজনীতি ও স্থানীয় রাজনীতিতে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন এবং দুঃসময়ে ত্যাগ স্বীকার করেছেন তাদের নিয়েই এ কমিটি গঠন করা হয়। এ জন্য জেলা কমিটিকে নাগরপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সাধুবাদ জানান তিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -