সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
Homeটাঙ্গাইল জেলানামাজ শেষে বাড়ি ফেরা হলো না ব্যবসায়ীর, গাছের ডাল মাথায় পড়ে সড়কেই...

নামাজ শেষে বাড়ি ফেরা হলো না ব্যবসায়ীর, গাছের ডাল মাথায় পড়ে সড়কেই গেল প্রাণ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে জুমা’র নামাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ির পথে গাছের ডাল ভেঙে মাথা পড়ে মো. রাজ্জাক মিয়া (৪০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ গেটের সামনে এ ঘটনা ঘটে। বাসাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজ্জাক মিয়া উপজেলার সদর ইউনিয়নের মিরিকপুর গ্রামের মো. কুসুম মিয়ার ছেলে। তিনি বাসাইলের কোটিপতি মার্কেটে কাপড়ের ব্যবসায়ী ছিলেন।

জানা গেছে, জুমার নামাজ পড়ে মোটরসাইকেলে বাসার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলা পরিষদ গেটের সামনে পৌঁছলে গাছের ডাল মাথায় পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্মরত মেডিকেল অফিসার ডা: নাঈম আব্দুল্লাহ বলেন, স্থানীয়রা ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -