অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় নারীসহ এক ইমামকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসি। রবিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে ভোলার চরফ্যাসন উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- আবদুল্লাহপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও আদর্শ দেওয়ান চৌমুহনী জামে মসজিদের বর্তমান ইমাম আঃ আজিজ (৫৬)। এবং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বামী পরিত্যক্তা ও তিন সন্তানের জননী মোছা. হাওয়ানুর (৪৫)।
স্থানীয়রা জানিয়েছেন, আটক ইমাম দুই সন্তানের জনক এবং তার স্ত্রীও রয়েছে। আর হাওয়ানুর স্বামী পরিত্যক্তা ও তিন সন্তানের জননী।
ঘটনাস্থল থেকে আপত্তিকর অবস্থায় আটক করার পর স্থানীয়রা দুইজনকেই পাশ্ববর্তী আবদুল্লাহপুর ৮ নম্বর ওয়ার্ড এলাকার আঃ হান্নান কাজীর বাড়িতে নিয়ে যায়। পরে পুলিশ এসে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে চরফ্যাসন থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর জানান, অন্তরঙ্গ অবস্থায় দুই জনকে এলাকাবাসি আটক করেছে এমন খবরে আমরা সেখানে যায়। পরে তাদেরকে ২৯০ ধারায় প্রসিকিউশন দাখিল করে আদালতে সোপর্দ করা হয়।